Friday, September 26, 2014

কাস্তেবাঁক

দাঁড়াই এসে সাঁকোর উপর
নদী যেখানে অনেকটাই ক্ষীণ
কাস্তেবাঁকে্র ্দৃশ্য দেখি
মনকে সবুজ রাখার ঐকান্তিক প্রয়াস

দূরের আবহ কুয়াশায় ঝাপসা
এখান থেকে বোঝা যাচ্ছে না
দিগন্ত ছুঁয়েছে কিনা আকাশ
স্বপ্ন তো সবাই দেখে


পরের খবরটা করে দিল সব ওলটপালট
কাস্তেবাঁকেই মিলেছে নিরুদ্দেশ কিশোরীর দেহ
বিকৃত চোখমুখ

সেও কি স্বপ্ন দেখেছিল

ছিঁড়ে গেল স্বপ্নজাল
কেমন করে মনকে সুস্থ রাখি বলো

No comments: