Friday, September 26, 2014

ঝরঝর বরিষণে



এই ঝরঝর বরিষণে
মন ভেজে অকারণে
ভেজে শিরিষের পাতা
চেনা হিসাবের খাতা
যত সব কাটাকুটি
গোঁজামিল গরমিল জীবনের নকশায়
আয় হিসাবের খাতা ফেলে
চাওয়া পাওয়া সব ভুলে
চল কুলির জলেতে ভাসাই
ছেঁড়া কাগজের নায়

চল সবে যাই ফিরে
শৈশবের খেলাঘরে
ব্যাঙেদের ডাক শুনে ভূতনীর মাঠে
ছিপহাতে চুপিচুপি পুকুরের ঘাটে
ঝোপেঝাড়ে বাঁশবনে সারসার খালে
ঘোষেদের বাগানে মন্দির চাতালে
বাবুইয়ের বাসা খুঁজে শালিকের ছানা
কত কি যে খাই তুলে
নাম নেই জানা
ফলসা পাড়তে সেই বুনো কুলতলি
কাদাজল ছিটিয়ে কত অলিগলি
দলবেঁধে দুপুরে দিঘিটির ধারে
এপার ওপার করি ডুব চিত সাঁতারে
দাদুর বকুনি আর ঠামার আদর
মুচকি হেসে মায়ের মৃদু চড় চাপড়

কোথায় সাথীরা আজ কোথা শৈশব
কত কি যে আছে সাথে নেই সেইসব

No comments: