Wednesday, October 31, 2012

খড়িমাটি


ঢেউয়ে ভাঙ্গে চাঁদ
রূপোর মুকুরে রূপ দেখে রাত
আমি মোহনায় খুঁজি খড়িমাটি

থেমে গেছে চখিদের ডাকাডাকি
থির নদীর তিরতির
কল্পনার আলপনায় চোরাবালি

ফেরারী ফেরিওলা নিয়ে গেছে

জংধরা জঞ্জাল ভাঙাকাঁচ
ক্ষয়িষ্ণু জীবনের খড়িমাটি

Sunday, October 28, 2012

কিংবদন্তীর মা


কোজাগরীর শেষরাত.....ওরা নিদ্রামগ্ন
কুয়াশায় মুখ ঢেকে আসে সেই মা
ধানের শিষে আশীষ ঝরিয়ে নিশ্চুপে চলে যায়

ওদের ছিল ভিক্ষার বিলাস—
খরায় চৌচির মাঠে মা ধরেছিল কোদাল
হাতে ঝুরোধান কণ্ঠে আকুতি---

-তোরা আলিস ভাঙ

ওরা বলেছিল তুমি ডাইনী...
কবর খুঁড়ছো ওদের...
তাই ওই মাটিতেই তোমার জীবন্ত সমাধি

বর্ষায় কোপানো মাটিতে ফলেছিল ঝুরোধান
ওরা স্তম্ভিত....
আলিস ভেঙে ধরেছিল লাঙ্গল কোদাল

কেটে গেছে কত যুগ....
আজও সারারাত জেগে ওরা ডাকে মাকে
শেষরাতে ঘুমিয়ে পড়লে আসে--- কিংবদন্তীর মা

সাক্ষী রেখে নিমগোঠের জঙ্গল...
ঢলেপড়া চাঁদ
লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে যায় মা

ঝিঁঝিঁর সুরে সানাই বাজে
ধানের শিষে অঞ্জলি দেয়
আলিস ভাঙ্গার মাঠ

Sunday, October 21, 2012

মোহ


হিমেল বাতাস ন্যুব্জ ধানশীষ বেয়ে
নিয়ে এল শীত
দু’একটি শেফালি তখনও অমলিন
কারো শিমূলমন কুসুমিত হতে চায়

ঝিমরোদের ওমে বোষ্টুমী বাঁধে খোপা
নিমডালে ঝোলে তার একতারা
গাঁদাফুল ফিক করে হাসে
রাধামাধব খোঁজে নতুন সঙ্গিনী

নামাবলির মোহ ছেড়ে যাবে সে
ফাগমেলায় কেউ জানবে না
কার হল অভিষেক
কণ্ঠীবদলে হল চিরন্তন রাইমণি

প্রত্যাশা


প্রত্যাশা একই বৃত্তে ঘোরে
বাদামী হতে চায় শেষবেলায়
আমি সবটুকু শুষে নিই
অস্ত যাবার আগে যতটুকূ থাকে অবশেষ

সবুজে হলুদ আভা এসেছিল আগেই
ঝরে বাদামী
মন তবুও তুলি ধরে
হালকা সবুজ আর লালের মিশেলে
ছবি আঁকে

আমি একঠাঁই বসে থাকি
বিবর্ণ হওয়ার আগেই শুষে-নেওয়া রঙ
উপুড় করে ঢেলে দিই