Sunday, December 18, 2011

প্রান্তিক জীবনে

শিরশিরে বাতাস আর হলুদ পাতা

এখনও ঢেউ তোলে

স্মৃতির শৈশবে


বালিহাঁস বলাকার বৈকালিক উড়াল

ডানাজুড়ে কমলার মিশালি

মোহনার ঝুরোধানে বাবুইয়ের আসরে

কুবোদের কুব কুব


ফলেফুলে খিড়কি বাগান

রূপকথার জোড়াপাখি

স্বপ্নের সিঁড়ি বেয়ে এখনও ছুঁয়ে যায়

নুয়েপড়া বাঁশের ডগা


প্রান্তিক জ়ীবনে

দখিনের জানালা গলে চিলতে আকাশ

বিস্তারিত হতে হতে

দিগন্তপারে খুঁজে পায়

একটা ছেঁড়া কাগজের নৌকা

Thursday, December 8, 2011

ক্রমশঃ

আবারও একটি দিনের অবসানের প্রতীক্ষা

আর অজানা সেই শূণ্যের পথে

আমার ক্রমশঃ পরিক্রমা


সেপথের পাশে নেই বুনোঝোপ

শৈশবের হারানো পুটুস

ভাঙাচোরা মাটির বাড়ি

নদীর ঘাটে যাবার মেঠোপথ

শীতের বিকালে বালিচরে কয়েকটা বক

সন্ধানে যাদের

দাঁড়কোণা ... নীলশামুক


দিগন্তের ওপারে তখনও সূর্য কমলা

কারা ওই নেমে এল বকচরে

হাতে কোদাল কাঁধে শব

অন্ধকার গায়ে মেখে ফিরে গেল


অক্ষরেখায় শেষ হয় আর একটি পাক

শ্রান্ত মহাকাল তুলে রাখে

ভুল হিসাবের খাতা