Sunday, October 28, 2012

কিংবদন্তীর মা


কোজাগরীর শেষরাত.....ওরা নিদ্রামগ্ন
কুয়াশায় মুখ ঢেকে আসে সেই মা
ধানের শিষে আশীষ ঝরিয়ে নিশ্চুপে চলে যায়

ওদের ছিল ভিক্ষার বিলাস—
খরায় চৌচির মাঠে মা ধরেছিল কোদাল
হাতে ঝুরোধান কণ্ঠে আকুতি---

-তোরা আলিস ভাঙ

ওরা বলেছিল তুমি ডাইনী...
কবর খুঁড়ছো ওদের...
তাই ওই মাটিতেই তোমার জীবন্ত সমাধি

বর্ষায় কোপানো মাটিতে ফলেছিল ঝুরোধান
ওরা স্তম্ভিত....
আলিস ভেঙে ধরেছিল লাঙ্গল কোদাল

কেটে গেছে কত যুগ....
আজও সারারাত জেগে ওরা ডাকে মাকে
শেষরাতে ঘুমিয়ে পড়লে আসে--- কিংবদন্তীর মা

সাক্ষী রেখে নিমগোঠের জঙ্গল...
ঢলেপড়া চাঁদ
লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে যায় মা

ঝিঁঝিঁর সুরে সানাই বাজে
ধানের শিষে অঞ্জলি দেয়
আলিস ভাঙ্গার মাঠ

No comments: