Friday, September 26, 2014

শীত এলে


শীত এলে মেলার গন্ধে ভাসে পৌষালি
মনে শান্তিনিকেতনি ছন্দ
খোয়াইদের নদীতে ঢেউ তোলে বালখিল্যদের ডিঙ্গি
কোপাই হয়ে অঠে পূর্ণযৌবনা
স্বপ্নের চারণভূমিতে ছুটে বেড়ায় সোনার হরিণ

বাউলের সন্ধ্যা
আর জোসনারাতে কাঁসির ঝংকার
সাঁওতালি মনে বাজায় মাদল নুপুর
কলাভবনের চত্বরে কৃষ্ণকলিদের বাঁকাচাউনি
ভিনদেশী বুকে তোলে ঝড়

পোড়ামাটির মালা কিনতে গিয়ে কে দেখে
ছাতিমের বিস্তার
হারিয়ে ফেলে মাটিরঙের দোপাট্টা
হৃৎপিন্ডে টগবগিয়ে বেড়ায়
পাঁচমুড়ার ঘোড়া

No comments: