Tuesday, February 9, 2010

অন্য পরিচ্ছেদ

শীতার্ত রোদ বেয়ে আবাসনের মাথায় আকাশ
হাতের মুঠোয় একখন্ড সাদা মেঘ
অনাবিষ্কৃত একটা দ্বীপ
নীলজলের ফ্রেমে পরিপূর্ণ স্বচ্ছতায়
জ্বালাধরা চোখ ধুয়ে নিতে একবার
গ্রীলের ফাঁক গলে ছোঁয়ার অভিলাষ

শিকলছেঁড়া যত ইচ্ছার অনুশাসন
দুদিকের ওভেনে স্বপ্নের বুদবুদ
ভাতের ফেন ও নীল ধোঁয়া
বেসিনের জলে হলুদ প্রক্ষালন
দু একটি ইঁটে সযত্নে গেঁথে চলা
প্রত্যাশার খিলান

অস্তিত্বের প্রবাসে অন্য পরিচ্ছেদ
দূরতম দ্বীপ হয়ে অতীতের রান্নাঘর
অদৃশ্য ফোড়নের নীল ধোঁয়া
মধ্যরাতে ফেরে মার্সিডিজ
সাফল্যের নিঃশব্দ প্রবেশ
পিঠময় অর্থকরী নুনজমা সুখ

No comments: