ছাইরঙা বিকেলটা ঝুপ করে ফাঁকামাঠে নেমে এলেই
শীতবেলার অবসান
কুয়াশায় মুখ ঢেকে হিমজোসনা খুঁজে বেড়ায়
নীলশামুকের দিন
বিস্তৃত অপেক্ষার ছায়া ফেলে যায়
অপূর্ণ স্বপ্নচর
শ্রাবনে ঋতুমতী হয়নি যে নদী
জমে ওঠে তারই বাঁকাদহের কাহিনী
পাতার আগুন ঘিরে হারানো ইতিকথা
নদীনাম তার মুছে গেছে বহুদিন
রয়ে গেছে বালিচর
ছড়ানো ছিটানো কয়েকটা বাবলার জন্মভূমি
তবুও বিকেলের নিভু নিভু রোদ ওখানেই ছাইরঙ হয়
অপূর্ব স্বপ্নের মায়ায়
কিসের মায়াজাল জানেনা সে নদী
শুধু সমুদ্রসন্ধানে মুঠো মুঠো বালি
বুকে ধরে রাখে
No comments:
Post a Comment