Friday, June 17, 2011

অপেক্ষমান

ঠা ঠা দুপুরে একপায়ে দাঁড়িয়ে অপেক্ষমান রোদ্দুর

বাতাসে ভাসে--

তুলোয় জড়ানো ফাটা শিমূলের বীজ

উপেক্ষিত আশা খুঁজে বেড়ায়

সূচনার ভূমিকা

নৈশব্দের ধারাপাতে স্তব্ধ যখন শব্দের অরণ্য

শতাব্দীর নিভৃত বাসনা

নীলখামের আগল খুলে

ছড়িয়ে পড়ে ইতস্ততঃ

বিস্মৃত ইতিহাসের পথ ধরে ফিরে আসে

জংগলের অতীত

জুম চাষে মত্ত হ্য় যাযাবর জীবন

তথাপি সেই বটের মূল পাখির পায়ের ছাপ

ধরে রাখে অপেক্ষার অধ্যায়

এখনও যেখানে একলা দুপুর ঠা ঠা রোদ্দুর

শিমূলবীজের জন্মান্তর

No comments: