কত নক্ষত্রযুগ পার হয়ে এসে এখনও তুমি জানলে না
তোমাকে ভালবাসাটা নেহাতই একটা ভান
আমি তৃপ্ত নই এক সমুদ্রে
তাই ভারত-প্রশান্ত-অতলান্তিকে আমার নিত্য আনাগোনা
প্রতিটি শুক্লপক্ষের সন্ধ্যায়
আমি ফালা ফালা করে কাটি
এক একটি কিশোরী চাঁদ
স্খলিত পায়ে বাথরুমের দরজায় আগল দিয়ে
অট্টহাসিতে মেতে উঠি
চাঁদহীন রাতকে আমার ফ্যাকাসে মনে হয়
তবুও চাঁদের উপমা খুঁজি না
তারাদের ঘৃণা করি
নগন্য এক বন্দরের নাবিক
জোনাকির আলোতেই ডুবে থাকি
তুমি ধ্রুবতারা হতে চেও না
No comments:
Post a Comment