শীতার্ত রোদ বেয়ে আবাসনের মাথায় আকাশ
হাতের মুঠোয় একখন্ড সাদা মেঘ
অনাবিষ্কৃত একটা দ্বীপ
নীলজলের ফ্রেমে পরিপূর্ণ স্বচ্ছতায়
জ্বালাধরা চোখ ধুয়ে নিতে একবার
গ্রীলের ফাঁক গলে ছোঁয়ার অভিলাষ
শিকলছেঁড়া যত ইচ্ছার অনুশাসন
দুদিকের ওভেনে স্বপ্নের বুদবুদ
ভাতের ফেন ও নীল ধোঁয়া
বেসিনের জলে হলুদ প্রক্ষালন
দু একটি ইঁটে সযত্নে গেঁথে চলা
প্রত্যাশার খিলান
অস্তিত্বের প্রবাসে অন্য পরিচ্ছেদ
দূরতম দ্বীপ হয়ে অতীতের রান্নাঘর
অদৃশ্য ফোড়নের নীল ধোঁয়া
মধ্যরাতে ফেরে মার্সিডিজ
সাফল্যের নিঃশব্দ প্রবেশ
পিঠময় অর্থকরী নুনজমা সুখ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment