Tuesday, February 9, 2010

সূচনা

আমার নতুন অধ্যায়ের সূচনায় প্রথম পরিচ্ছেদ
পাঁচিলের গায়ে শুকনো শেওলায়
বিকেলের রোদ আর আমি
কতদিনের সুখিদুখি সংলাপের ভাগাভাগি
বারান্দার পুরনো সোফার হাতলে প্রত্যাশিত অবসর
সময়ের অন্তিম আকাঙ্খার বিলম্বিত পল

উড়ন্ত এক আরশোলা শিশু
শেওলার খাঁজে খোঁজে আশ্রয়
অস্থির উন্মাদনায় দেখি গ্রিলের কিনারে সেই টিকটিকি
নিশ্চল...
কি জানি কতদিন পরে দেখেছে পতঙ্গ
খন্ডযুদ্ধের আগেই নিজেকে সরিয়ে নিই
কালিতে ভরাই সাদা পাতা

No comments: