আমার নতুন অধ্যায়ের সূচনায় প্রথম পরিচ্ছেদ
পাঁচিলের গায়ে শুকনো শেওলায়
বিকেলের রোদ আর আমি
কতদিনের সুখিদুখি সংলাপের ভাগাভাগি
বারান্দার পুরনো সোফার হাতলে প্রত্যাশিত অবসর
সময়ের অন্তিম আকাঙ্খার বিলম্বিত পল
উড়ন্ত এক আরশোলা শিশু
শেওলার খাঁজে খোঁজে আশ্রয়
অস্থির উন্মাদনায় দেখি গ্রিলের কিনারে সেই টিকটিকি
নিশ্চল...
কি জানি কতদিন পরে দেখেছে পতঙ্গ
খন্ডযুদ্ধের আগেই নিজেকে সরিয়ে নিই
কালিতে ভরাই সাদা পাতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment