ব্রাত্য
সূর্যবংশজাত আর্যের বিকিরণ
অধিরথের স্নেহডোরে নিজেই সে ব্রাত্য
মুরার স্বপ্নে জাগে যে মৌর্য
উত্তাধিকারে তার---
বুদ্ধং শরণং গচ্ছামি
সঙ্ঘং শরণং গচ্ছামি...
বরফ ভেঙে বয়ে যায় নতুন সূর্যের খোঁজে
পূর্বদিশায়
দীপ্তপ্রভাহীন প্রদীপের পাদদেশ--
মাটির গর্ভে কয়েক খণ্ড লৌহ আকর
অরণ্যের গভীরে ঘটায়
কলঙ্কিত সালভা জুডুং...
ইতিহাস গোপন করে
রাতের শ্লেটে ধরিত্রি লিখে রাখে
গুপ্ত কবরের সংখ্যা
No comments:
Post a Comment