Monday, November 23, 2009

অন্ধকারে সব নীল...সব স্বপ্ন


সব নীল শুঁষে নিয়ে আকাশটা আজ

অদ্ভূতরকম ফ্যাকাশে

ছাদের লেগেথাকা কুয়াশায়

হেমন্তের মেঘলা

কাল রাতেও হয়ে গেছে দিগন্তজোড়া উল্কাবৃষ্টি

এখানে নিশাচরের পালকে মুখ লুকিয়ে

বিষাদের রামধনু

থমথমে অন্ধকারে ডুবে ছিল সব নীল...সব স্বপ্ন...

পার হয়ে ক্ষুধা ও ত্রাসের জঙ্গল

কতদিন আসেনি ওরা--

আকাশে মেঘ

জোনাকিবিহীন বন উপবন

পা ফেলে ওরা

অচিন ভূগোলের পিছল দ্রাঘিমায়

অক্ষান্তরে খুঁজে ফেরে

দুফোঁটা ভালোবাসার বিনিময়ে

একটা হিম হিম নীল আকাশ

No comments: