ধোপানীর ঘাটে কাপড কাচে বেনেবউ
বুকে ভালুকনাচা খোয়াব
চোখে বেহুলার ভাঙাভেলার নেশা
ভাসতে ভাসতে জ্বলছে আগুন....
খরস্রোতে কতই না শরীরী ঋণ
চেতনার নীলে ধুয়েমুছে পরিপাটি
ফিনফিনে জোসনায় কখনও পথরোধ করে
অখ্যাত এক জাতিস্মর
সর্ষেক্ষেতের হলুদে হারায় সাদা থান
আলপথের শিশিরে ভিজিয়ে পাড়
পাক খায় বেদেনির সাপ
পরকীয়া হয়ে জেগে থাকে
কয়েকটা অবৈধ মুহুর্ত
No comments:
Post a Comment