অনেকদিন হল এখানে বসবাস
আলো বাতাসের ভাগাভাগি
একবার ঘুরে এলে হয়না বাঁশবন পুকুরপাড়
অনেকটা আকাশ দিগন্তের মাঠ
বর্ষায় মাটিও বেশ নরম
খুঁড়ে তুলতে কষ্ট হবেনা চাপাপড়া গল্প
ভিজতে ভিজতে দরমার বেড়া ঠেলে বসে যাব
কোন মাটির বাড়ির দাওয়ায়
পাশেই পোষা কুকুরটা কুন্ডলী পাকিয়ে শুয়ে
খবর পেয়ে পচা হরি দুখী হাজির হবে
মনের আঁধার থেকে তুলে আনব
ভাঙ্গা শালতি সঙসাজার শণনুড়ি
চড়ুইভাতির ফুটো হাঁড়ি...
নিজেদের আড়াল করে
সুখী সাজার খেলাটা তো ভালই শিখে গেছি
একবার নাহয় ভুল করেই চলো
বালিতে বাঁধাঘরের নিপাট সংসারে
ভোরে ঘুম ভেঙ্গে দৌড়ে যাব ঘাটে
সূর্যটাকে জলে ফেলে ধুয়ে নেব মুখ
ঝকঝকে দিনটাকে ফিরে পাই যদি
No comments:
Post a Comment