Monday, July 18, 2011

খনন

অনেকদিন হল এখানে বসবাস

আলো বাতাসের ভাগাভাগি

একবার ঘুরে এলে হয়না বাঁশবন পুকুরপাড়

অনেকটা আকাশ দিগন্তের মাঠ

বর্ষায় মাটিও বেশ নরম

খুঁড়ে তুলতে কষ্ট হবেনা চাপাপড়া গল্প


ভিজতে ভিজতে দরমার বেড়া ঠেলে বসে যাব

কোন মাটির বাড়ির দাওয়ায়

পাশেই পোষা কুকুরটা কুন্ডলী পাকিয়ে শুয়ে

খবর পেয়ে পচা হরি দুখী হাজির হবে

মনের আঁধার থেকে তুলে আনব

ভাঙ্গা শালতি সঙসাজার শণনুড়ি

চড়ুইভাতির ফুটো হাঁড়ি...


নিজেদের আড়াল করে

সুখী সাজার খেলাটা তো ভালই শিখে গেছি

একবার নাহয় ভুল করেই চলো

বালিতে বাঁধাঘরের নিপাট সংসারে

ভোরে ঘুম ভেঙ্গে দৌড়ে যাব ঘাটে

সূর্যটাকে জলে ফেলে ধুয়ে নেব মুখ

ঝকঝকে দিনটাকে ফিরে পাই যদি





No comments: