Thursday, August 4, 2011

আনবাড়ি

আগুনরোদ তো মেখেছি অনেক

চোখ তুলে তবু দেখিনি কখনও

ভেসে বেড়ায় কার সে ছায়া

সাদা চিল না রঙ্গিন ঘুড়ি

হয়ত কোন কালো মেঘ

কেনই বা তার আকাশ ছোঁয়ার এমন নেশা


পাড়মোড়া ভাঁজে মন

স্বপ্ন-সত্যি আশা-নিরাশার সীমানা যেখানে ব্রাত্য

উত্তরহীন প্রশ্নের প্রতিধ্বনি পিছলে বেড়ায়

সাজানো বাড়ির চকচকে ঘষাকাঁচে

কার্নিসের আড়ালে বাস্তুপাখিটি ডেকে চলে

আনমনে...

কেউ সাড়া দিক বা না দিক

বিরহে...আবহে...

তার একলা সরগম


শেষ শ্রাবনের বৃষ্টিহীন রাজপথ

নিরালা দুপুরে সেই নুপুরের শব্দ

ঘুমভাঙ্গা চোখে আনে অবসাদ

শতাব্দীর বুক চিরে

প্রান্তিক শহরের কিনারায় জেগে থাকে আনবাড়ি

No comments: