আগুনরোদ তো মেখেছি অনেক
চোখ তুলে তবু দেখিনি কখনও
ভেসে বেড়ায় কার সে ছায়া
সাদা চিল না রঙ্গিন ঘুড়ি
হয়ত কোন কালো মেঘ
কেনই বা তার আকাশ ছোঁয়ার এমন নেশা
পাড়মোড়া ভাঁজে মন
স্বপ্ন-সত্যি আশা-নিরাশার সীমানা যেখানে ব্রাত্য
উত্তরহীন প্রশ্নের প্রতিধ্বনি পিছলে বেড়ায়
সাজানো বাড়ির চকচকে ঘষাকাঁচে
কার্নিসের আড়ালে বাস্তুপাখিটি ডেকে চলে
আনমনে...
কেউ সাড়া দিক বা না দিক
বিরহে...আবহে...
তার একলা সরগম
শেষ শ্রাবনের বৃষ্টিহীন রাজপথ
নিরালা দুপুরে সেই নুপুরের শব্দ
ঘুমভাঙ্গা চোখে আনে অবসাদ
শতাব্দীর বুক চিরে
প্রান্তিক শহরের কিনারায় জেগে থাকে আনবাড়ি
No comments:
Post a Comment