Saturday, November 12, 2011

জীয়নকাঠি

ধুলোওড়া আকাশে মেঘ জমলে চেয়ে দেখে

তেপান্তরের মাঠ

জেগে ওঠে ধ্রুপদী রূপকথার

ক্লান্ত হীরামণ


অকালযাত্রায় বিস্মিত হয়

ব্যাংগমীদের স্বপ্নতরু

পক্ষীরাজের দানার ঝাপটে সরে যায়

অলীক যাদুজাল

প্রান্তরের খরাবুকে ঝরে পড়ে

নীল মায়াবৃষ্টি

ক্যাকটাসের কাঁটায় কাঁটায় সুগন্ধিত

হলুদ সাদা ফুল


চিরন্তন এই মিথ....


রাক্ষসপুরীতে একটাই মানুষ

অনন্তকাল ধরে খুজে বেড়ায় তার স্বপ্নময়ী

ঘুমন্ত রাজকন্যা

তারই মাঝে যে লুকানো আছে

জেগেওঠার জীয়নকাঠি

No comments: