Thursday, December 8, 2011

ক্রমশঃ

আবারও একটি দিনের অবসানের প্রতীক্ষা

আর অজানা সেই শূণ্যের পথে

আমার ক্রমশঃ পরিক্রমা


সেপথের পাশে নেই বুনোঝোপ

শৈশবের হারানো পুটুস

ভাঙাচোরা মাটির বাড়ি

নদীর ঘাটে যাবার মেঠোপথ

শীতের বিকালে বালিচরে কয়েকটা বক

সন্ধানে যাদের

দাঁড়কোণা ... নীলশামুক


দিগন্তের ওপারে তখনও সূর্য কমলা

কারা ওই নেমে এল বকচরে

হাতে কোদাল কাঁধে শব

অন্ধকার গায়ে মেখে ফিরে গেল


অক্ষরেখায় শেষ হয় আর একটি পাক

শ্রান্ত মহাকাল তুলে রাখে

ভুল হিসাবের খাতা

No comments: