Sunday, December 18, 2011

প্রান্তিক জীবনে

শিরশিরে বাতাস আর হলুদ পাতা

এখনও ঢেউ তোলে

স্মৃতির শৈশবে


বালিহাঁস বলাকার বৈকালিক উড়াল

ডানাজুড়ে কমলার মিশালি

মোহনার ঝুরোধানে বাবুইয়ের আসরে

কুবোদের কুব কুব


ফলেফুলে খিড়কি বাগান

রূপকথার জোড়াপাখি

স্বপ্নের সিঁড়ি বেয়ে এখনও ছুঁয়ে যায়

নুয়েপড়া বাঁশের ডগা


প্রান্তিক জ়ীবনে

দখিনের জানালা গলে চিলতে আকাশ

বিস্তারিত হতে হতে

দিগন্তপারে খুঁজে পায়

একটা ছেঁড়া কাগজের নৌকা

No comments: