Sunday, October 21, 2012

প্রত্যাশা


প্রত্যাশা একই বৃত্তে ঘোরে
বাদামী হতে চায় শেষবেলায়
আমি সবটুকু শুষে নিই
অস্ত যাবার আগে যতটুকূ থাকে অবশেষ

সবুজে হলুদ আভা এসেছিল আগেই
ঝরে বাদামী
মন তবুও তুলি ধরে
হালকা সবুজ আর লালের মিশেলে
ছবি আঁকে

আমি একঠাঁই বসে থাকি
বিবর্ণ হওয়ার আগেই শুষে-নেওয়া রঙ
উপুড় করে ঢেলে দিই

No comments: