প্রত্যাশা একই বৃত্তে ঘোরে
বাদামী হতে চায় শেষবেলায়
আমি সবটুকু শুষে নিই
অস্ত যাবার আগে যতটুকূ থাকে অবশেষ
সবুজে হলুদ আভা এসেছিল আগেই
ঝরে বাদামী
মন তবুও তুলি ধরে
হালকা সবুজ আর লালের মিশেলে
ছবি আঁকে
আমি একঠাঁই বসে থাকি
বিবর্ণ হওয়ার আগেই শুষে-নেওয়া রঙ
উপুড় করে ঢেলে দিই
No comments:
Post a Comment