Wednesday, October 31, 2012

খড়িমাটি


ঢেউয়ে ভাঙ্গে চাঁদ
রূপোর মুকুরে রূপ দেখে রাত
আমি মোহনায় খুঁজি খড়িমাটি

থেমে গেছে চখিদের ডাকাডাকি
থির নদীর তিরতির
কল্পনার আলপনায় চোরাবালি

ফেরারী ফেরিওলা নিয়ে গেছে

জংধরা জঞ্জাল ভাঙাকাঁচ
ক্ষয়িষ্ণু জীবনের খড়িমাটি

No comments: