প্রাত্যহিক জীবন থেকে দূরে
সেই রঙ
হালকা নয় ঘন
.....সবুজ
ঐ মিষ্টি মেয়েটির মত
লজ্জানত নয়
সে আরও স্নিগ্ধ আরও কোমল
নাগরিক দৃশ্যকল্পে
ধূসর ক্যানভাসে এক শ্যামলিমা
হয়ত বা
ইতিহাসের পাতা থেকে উঠে-আসা
এক নিঁখুত ভাস্কর্য
অদৃশ্য এক শিলপীর হাতে
সবজে পাতে
নীল সাদা লাল
মীনে করা কত নকশা
ওখানেই ছেড়ে এসেছি
আমার দু একটা ইচ্ছে
খুচরো কিছু চাওয়া পাওয়া
ফিরে পাওয়ার ইপ্সা নেই
মনের মোড়কে
আদুরে মসলিনের মত তুলে রাখা
এক অধ্যায় বনলেখা
No comments:
Post a Comment